ডাক্তার, নার্সদের পিপিই (PPE) গাউনের কাপড়ে যে বিশেষ বৈশিষ্ট্য থাকা জরুরী

করোনা ভাইরাস সংক্রমনের পর থেকে সবচেয়ে আলোচিত শব্দগুলোর একটি পিপিই (PPE – Personal protective equipment) । পিপিই মূলত স্বাস্থ্য সুরক্ষার অংশ । শারিরিকভাবে আঘাতপ্রাপ্ত কিংবা ইনজুরড হওয়ার সম্ভাবনা থাকে এমন পেশায় নিযুক্তদের জন্য পিপিই পরিধান কর্মক্ষেত্রের নীতিমালার অংশ। যেমন নির্মান কাজের সাথে সংশ্লিষ্ট, রেডিয়শন প্ল্যান্ট কিংবা কে্মিক্যাল কারখানায় কর্মরত, হাসপাতালে জটিল রোগ শনাক্তকরণ কিংবা রোগীর সংস্পর্শে রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে এমন ক্ষেত্রে কর্তব্যরতদের জন্য  মাথায় হেট, ইউনিফর্ম/গাউন, বুট, মাস্ক, গ্লাভস, গগলস (ক্ষেত্রবিশেষ)পরিধান জরুরী ।

হাসপাতাল সেবায় সংশ্লিষ্ট ডাক্তার, নার্স, টেকনোলজিস্ট, ওয়ার্ড বয়দের পিপিইর সাথে অন্যান্য পেশা সংশ্লিষ্টদের পিপিইর উপাদান, কার্যকরীতা, ব্যবহারের পার্থক্য রয়েছে । বিশেষত কাছাকাছি অবস্থান কিংবা সংস্পর্শে যেসকল রোগের বিস্তার লাভ করে সেক্ষেত্রে অবশ্যই ওয়ান টাইম কিংবা ডিসপোজেবল যেগুলো একবার ব্যবহারের পর ফেলে দিতে হয় এমন পিপিই ব্যবহার করতে হয় । তা নাহলে অধিকমাত্রায় রোগ ছড়িয়ে পড়তে পারে ।যেসব ক্ষেত্রে সংস্পর্শে রোগের বিস্তার লাভের সম্ভাবনা কম সেসব ক্ষেত্রে রিইউসেবল/পুনরায় ব্যবহারযোগ্য পিপিই ব্যবহৃত হয়  ।

করোনা ভাইরাসের সংক্রমন রোধের জন্য ডাক্তার, নার্স, টেকনোলজিস্ট, ওয়ার্ড বয় ও চিকিৎসা সেবা সংশ্লিষ্টদের জন্য মাথা থেকে পা পর্যন্ত ওয়ান পিস পিপিই গাউন ব্যবহৃত হচ্ছে উল্লেখযোগ্য হারে । এ ধরনের গাউনগুলো সাধারনত কম ওজনের নন-ওভেন (Non-Woven) ও ওভেন (Woven) কাপড়ে তৈরি করা হয়।

নন-ওভেন কাপড়ের ফাইবার (আঁশ) এর র‍্যান্ডম অরিয়েন্টেশন/বিন্যাস কাপড়ের মধ্য দিয়ে লিকুইড/তরল পদার্থ যেমন পানি, কফ, থুতু, লালা প্রবেশের সম্ভাবনা কমিয়ে দেয় । কিছু কিছু ক্ষেত্রে এক স্তর বিশিষ্ট কাপড়ের উপর স্পেশাল কোটিং বা লেমিনেশন ব্যবহারের মাধ্যমে কাপড়কে লিকুইড ট্রান্সমিশন প্রতিরোধী করা হয় ।

কাপড়ের উপর লেমিনেশন কিংবা কোটিং দিয়ে কাপড়কে লিকুইড কিংবা পানি বিকর্ষী করার পরও মাইক্রো অর্গানিজম কাপড়ের উপর থেকে ভেতরে প্রবেশ করতে পারে । গাউনের উপর হতে ভেতরের দিকে এ ধরনের মাইক্রো অর্গানিজম এর প্রবেশ রোধ করার জন্য কাপড়কে ফিনিশিং স্টেজে এন্টিব্যাক্টেরিয়াল ফিনিশ দেওয়া হয় ফলে কাপড়ের উপরে একটি প্রলেপ তৈরি হয় এবং কাপড়ে পানি, তরল পদার্থ ও ক্ষতিকর জীবানু প্রবেশ করতে পারে না ।

এ ধরনের বিশেষ ফিনিশযুক্ত কাপড় থেকে মেডিক্যাল গাউন  তৈরি হয় ।

কপিরাইটঃ www.kaporjama.com

ছবিঃ https://images.app.goo.gl/6p2gD4CtzT8Hh4UE6

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *