
মেয়েদের প্রিন্ট এর থ্রি পিছ ধোয়ার পর রং উঠে যায় কেন?
সাধারণত মেয়েদের প্রিন্টের থ্রি পিছ গুলো ব্লক, বাটিক ও অল ওভার প্রিন্ট পদ্ধতিতে প্রিন্ট (রং) করা হয় ।
প্রিন্ট করা কাপড় কিউরিং মেশিনের মধ্য দিয়ে পাস করা হয় । কিউরিং মেশিনের উচ্চ তাপে স্টীমের সাহায্যে কাপড়ের বহি:পৃষ্ঠে লেগে থাকা রং কনা গুলো কাপড়ের অভ্যন্তরে প্রবেশ করে কাপড়ের আঁশের সাথে দৃঢ় বন্ধনে আবদ্ধ হয় ।
কিউরিং শেষে কাপড়কে হালকা সাবান পানিতে ধৌত করা হয় । এ সময় কাপড়ের বহি:পৃষ্ঠে আলগাভাবে লেগে থাকা অবশিষ্ট রং কণাগুলো পানিতে মিশে যায় । ধৌত কাপড়কে ড্রায়ারে শুকিয়ে বাজারজাতকরণ করা হয় ।
রেকিউরিং এবং ওয়াশ করা থ্রি পিছ বাসায় এনে ধোয়ার পর রং উঠে না । প্রিন্টের পর বাজারজাতকরণ এর পূর্বে থ্রি পিছ কিউরিং ও ওয়াশ না করলে বাসায় এনে ধোয়ার পর কাপড়ের সাথে আলতোভাবে লেগে থাকা রং কণা গুলো উঠে যায় যে কারনে কাপড়ের উজ্জ্বলতা ও স্বাভাবিক সৌন্দর্য বিনষ্ট হয় ।
এছাড়াও প্রিন্ট করার সময় নিম্ন মানের রং এর কাঁচামাল ব্যবহারের ফলেও ধোয়ার পর মেয়েদের থ্রি পিছ এর রং উঠে যেতে পারে ।
রং পাকা কাপড়ে প্রস্তুতকৃত থ্রি পিছ গুলোর উজ্জ্বলতা স্বাভাবিক হয় । আর রং কাঁচা কাপড়ের থ্রি পিছ অত্যাধিক উজ্জ্বল হয় । যারা নিয়মিত কেনাকাটা করে থাকেন তারা অবশ্য দেখে কাঁচা-পাকা রং এর বিষয়টি অনেকটা অনুমান করতে পারেন। তবে ধোয়ার পর নিশ্চিত হওয়া যায় ।
কপিরাইটঃ কাপড় জামা ডট কম।
ছবিঃ ইন্টারনেট থেকে সংগৃহীত।