লিনেন কাপড়ে প্রস্তুতকৃত হাওয়াই শার্ট যে কারনে গরমে এসির কাজ করে

শুনতে একটু কেমন জানি লাগে । শার্ট নাকি এসির কাজ করে । আসলেও তাই তীব্র গরমে একমাত্র লিনেন কাপড়ে প্রস্তুত হাওয়াই শার্ট শরীরকে শীতল রাখে, স্বস্তি দেয় । সুতি কাপড়ের মতই লিনেন কাপড়ের কাঁচামাল একটি প্রাকৃতিক আঁশ । যেটি মূলত শন (ফ্লাক্স) গাছ হতে উৎপন্ন হয় । অত্যন্ত নরম এবং চমৎকার হ্যান্ডফিল সম্পন্ন লিনেন কাপড়ের আঁশের অভ্যন্তরীণ গঠন ফাঁপা হওয়ায় সহজেই কাপড়ের মধ্য দিয়ে বায়ু প্রবাহকে সচল রাখে যা শরীরের উষ্মতা বৃদ্ধিকে রোধ করে শীতল রাখে ।

লিনেন কাপড়ের উচ্চ পানি ও ঘাম শোষন ক্ষমতার জন্য এটি তীব্র দাবদাহে শরীরের ঘাম শুষে নেয় এবং শোষিত ঘামকে বাস্পীভবন প্রক্রিয়ার মাধ্যমে আঁশের মধ্য দিয়ে বের করে দিয়ে স্বস্তি প্রদান করে ।

এছাড়াও লিনেন কাপড়ের স্টিফনেস তথা দৃঢ়তা কিছুটা বেশি । ফলশ্রুতিতে লিনেন কাপড়ে প্রস্তুতকৃত শার্ট শরীরের সাথে আটসাঁট ভাবে জড়িয়ে না থেকে কিছুটা ঢিলেঢালভাবে অবস্থান করে এবং শরীরের সাথে কাপড়ের স্পর্শ ও ঘর্ষনের পরিমান কম হয় যাহা তাপ উৎপাদন রোধ করে শীতলতা বজায় রাখে যে কারনে লিনেন কাপড়ে প্রস্তুতকৃত শার্টকে গরমের এসি বললে ভুল হবে না । আর এজন্যই সব বয়সী মানুষের নিকট লিনেন কাপড়ের হাওয়াই শার্ট এতবেশি জনপ্রিয় ।

কপিরাইটঃ www.kaporjama.com

ছবিঃ ইন্টারনেট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *