
স্ট্রেচড গ্যাবার্ডিন এন্ড স্ট্রেচড জিন্স – তারুন্যের পছন্দ ও সময়ের জনপ্রিয় দুটি প্যান্ট । এই স্ট্রেচড জিনিসটি আসলে কি ?
৯০ পরবর্তী সময়ে (গত শতাব্দীর শেষ দশক) যাদের শৈশব, কৈশোর কেটেছে – মোটা কাপড়ের নীল রং এর জিন্স প্যান্ট এবং মখমল সদৃশ করডুয়ারী কাপড়ের কর্ড প্যান্টের (অনেকটা এখনকার গ্যাবার্ডিন প্যান্টের মত) কথা ভুলে যাওয়ার কথা নয়। বর্তমানে ফরমাল এবং ক্যাজুয়াল ওয়্যার হিসেবে জিন্স ও গ্যাবার্ডিন প্যান্ট যেমন ব্যাপক জনপ্রিয়, ঠিক সেসময় মোটা কাপড়ের নীল রং এর জিন্স প্যান্ট এবং করডুয়ারী কাপড়ের কর্ড প্যান্ট ফরমাল এবং ক্যাজুয়াল ওয়্যার হিসেবে ছিল ব্যাপক জনপ্রিয় ।
ঐ সময়টায় জিন্স প্যান্ট বলতে শুধুমাত্র নীল রং এর জিন্সই বুঝাত । দীর্ঘদিন পর্যন্ত ঐ নীল জিন্সই ছিল বাজারের একমাত্র ডেনিম তথা জিন্স প্যান্ট । খুব একটা বৈচিত্র্য ছিলা না ।
সময়ের পরিবর্তনের সাথে সাথে বিশ্বব্যাপী সেদিনের মোটা কাপড়ের নীল রং এর জিন্স প্যান্টের স্থান দখল করে নিয়েছে বিচিত্র রং, কোয়ালিটি ও ডিজাইনের আধুনিক সব জিন্স প্যান্ট । নানারকম ওয়াশের (স্টোন ওয়াশ, এসিড ওয়াশ, স্যান্ড ব্লাস্টিং ওয়াশ, আইস ওয়াশ) পাশাপাশি লেজার টেকনোলোজি ব্যবহারের মাধ্যমে সৃষ্ট নকশা জিন্স প্যান্টে যোগ করেছে নতুন মাত্রা ।
এতসব চমৎকার গুনাগুনের সাথে জিন্স প্যান্টে স্পান্ডেক্স/ইলাস্টেন (যেটি লাইক্রা নামে অত্যন্ত সুপরিচিত) এর ব্যবহার জিন্স প্যান্টেকে এনে দিয়েছে আকাশ্চুম্বী জনপ্রিয়তা ।
আর এই স্পান্ডেক্স/ইলাস্টেনের ইলাস্টিক (রাবারের মত টেনে ছেড়ে দিলে আগের অবস্থায় ফিরে আসে) বৈশিষ্ঠ্যের জন্যই ফিটিং জিন্স প্যান্ট পরেও সহজেই উঠা,বসা, হাটা-চলা করা যায় । কেননা স্ট্রেচড জিন্স প্যান্ট বিভিন্ন শারিরিক ক্রিয়ার (বিশেষত উঠা-বসার সময়) সময় প্রয়োজন মত সম্প্রসারিত হয় এবং পূর্বের অবস্থায় ফিরে আসে । মূলত জিন্স প্যান্টের কাপড় প্রস্তুতির সময় মূল সুতার সাথে ৩-৫% পর্যন্ত স্পান্ডেক্স সুতা যোগ করে জিন্স প্যান্টে স্ট্রেচড তথা ইলাস্টিক বৈশিষ্ঠ্য যুক্ত করা হয় ।
জিন্স প্যান্টের পাশাপাশি জিন্স প্যান্টের চাইতে কম ওজনের ফাইন সুতায় প্রস্তুতকৃত টুইল কাপড়ের গ্যাবার্ডিন প্যান্টও বর্তমানে সব বয়সী মানুষের নিকট ব্যাপক জনপ্রিয় । একসময় বর্তমানের গ্যাবার্ডিন প্যান্টের স্থানে মখমল কাপড় সদৃশ কর্ড বা রশির মত ইফেক্টযুক্ত কর্ড প্যান্টই ছিল চাহিদার শীর্ষে । বর্তমানে কর্ড প্যান্টের স্থান দখল করে নিয়েছে গ্যাবার্ডিন প্যান্ট ।
গ্যাবার্ডিন প্যান্টে জিন্স প্যান্টের মত নকশা ও কারুকাজের ছোঁয়া না থাকলেও চমৎকার ফিটিং, এক্সিলেন্ট লুক এবং কাপড়ের গুনগত মানের জন্যই ফরমাল এবং ক্যাজুয়াল ওয়্যার হিসেবে ব্যাপক সমাদৃত ।
জিন্স প্যান্টের মতই গ্যাবার্ডিন প্যান্টের কাপড় প্রস্তুত করার সময় ৩-৫% পর্যন্ত স্পান্ডেক্স যোগ করে গ্যাবার্ডিন প্যান্টেও স্ট্রেচড তথা ইলাস্টিক বৈশিষ্ট্য যোগ করা হয় যা বিভিন্ন শারিরিক ক্রিয়ার সময় প্রয়োজন মত সম্প্রসারিত ও সংকুচিত হয় ।
স্ট্রেচড ফিচার বিহীন জিন্স ও গ্যাবার্ডিন প্যান্টের চাইতে স্ট্রেচড ফিচার যুক্ত প্যান্টের চাহিদা বেশি এবং দামও কিছুটা বেশি।
কপিরাইটঃ কাপড় জামা ডট কম
ছবিঃ www.freepik.com