সুতি কাপড় চেনার সহজ উপায়

 

পড়ের চাহিদা অন্য সব কাপড়ের চাইতে বেশি । পরে আরাম ও বেশি । ঈদ যেহেতু প্রচন্ড গরমে তাই ঈদের কেনাকাটায় সুতি পোষাকের প্রাধান্য থাকবে । সুতরাং কেনার পূর্বে ও পরে জেনে নিন কাপড় কিংবা পোষাকটি সূতি কিনা:

১ম পরীক্ষা:
আপনার পছন্দের যে কাপড় কিংবা পোষকটি কিনবেন বলে মনস্থির করেছেন তার অল্পকিছু অংশ মুচড়ে ছেড়ে দিন । যদি মুচড়ানো, ভাঁজপড়া অংশটি ছেড়ে দেওয়ার পর আগের মুচড়ানো, ভাঁজপড়া অবস্থা বজায় থাকে তাহলে বুঝতে পারবেন কাপড়/পোষাকটি সূতি । পিওর কটন তথা সূতি কাপড়ের কাঁচামাল ফাইবার বা আশ এর ইলাস্টিসিটি তথা স্থিতিস্থাপকতা কম । যে কারনে একবার শেইপ চেঞ্জ হলে কিংবা ভাঁজ পড়লে আগের ভাঁজহীন অবস্থায় ফিরে আসতে পারে না ।

২য় পরীক্ষা:
কাপড়ের এক কোনা হতে অতি ক্ষুদ্র অংশ কেটে নিয়ে আগুনে পোড়ান । পোড়া অংশ যদি ছাইয়ের মত হয়ে যায় তবে নিশ্চিত যে আপনার ক্রয়কৃত কাপড়টি সুতি ।

৩য় পরীক্ষা:
কাপড়টি সূতি কিনা বুঝবার জন্য কাপড়ের লম্বালম্বি (দৈর্ঘ বরাবর) এবং আড়াআড়ি (প্রস্থ বরাবর) দিক হতে একটি সুতা বের করে নিন । সূতা দুটিকে পৃথকভাবে টেনে ছেঁড়ার চেষ্টা করুন । সুতাগুলি কটন বা সুতি হলে একটানে সহজেই ছিঁড়ে যাবে । সুতি না হয়ে পলিয়েস্টার হলে ছিঁড়ে না গিয়ে ফিলামেন্টের মতন লম্বা হবে ।

সুতি কাপড়ের আশ সাধারণত ১ থেকে ১.৫ ইঞ্চি লম্বা হয় যা টুইস্ট তথা পাক দিয়ে দিয়ে সূতা বানানো হয় । গ্রামে কৃষকদের খড় টুইস্ট তথা পাক দিয়ে দিয়ে দড়ির মত তৈরি করে খড়ের বোঝা বাধতে দেখেছেন নিশ্চয় । কটন তথা সুতি সুতাও স্পিনিং মিলে মেশিনে টুইস্ট দিয়ে তৈরি করা হয় । বিপরীতে পলিয়েস্টার সুতা দৈর্ঘ্যে অনেক লম্বা হয়ে থাকে, আর টুইস্টও থাকে না । অনেকটা কলা গাছের আশের মত ।

কপিরাইটঃ কাপড় জামা ডট কম 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *